দীর্ঘদিন পর কোহলি ও আনুশকা শর্মা দম্পতি মেয়ে ভামিকাকে নিয়ে দক্ষিণ আফ্রিকার সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন ।
সেখানে গিয়ে মুহূর্ত শেয়ার করতে গিয়ে তুমুল সমালোচনার কবলে পড়েছেন। সেখানকার সমুদ্র সৈকতে একের পর এক সুইমস্যুট পরা ছবি তুলে তা ইনস্টাগ্রাম নো ফেসবুকে দিচ্ছেন তিনি।
এসব ছবির নিচে প্রশংসার পাশাপাশি ব্যাপক খোলামেলা হওয়ায় তীব্র সমালোচনারও মুখোমুখি হয়েছেন নায়িকা।
গত রবিবার কমলা রঙের দুটি সুইমস্যুট পরা ছবি পোস্ট করে সমালোচনার মুখি হলেও সেসবকে পাত্তা দেননি। আজ ফের দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে কালো রঙে সুইমস্যুটে দেখা যাচ্ছে। অনেকে এই ছবি দুটির প্রশংসাও করছেন। দুইদিনের ছবি নিয়ে নেটীজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
এক নেটিজেন মন্তব্যের ঘিরে বলছেন, তোমাকে মনে রাখতে যে তুমি একজন ক্রিকেটারের স্ত্রী, তোমার এমনসব খোলামেলা পোশাক মানায় না।
তাঁকে উত্তর দিয়ে আরেকজন লিখেছেন, গাধা তুমি কি জানো আনুশকা শর্মাও একজন বলিউড সুপারস্টার?
ছবির নিচে বিষ্ণু নামের একজন নেপালি লিখেছেন, 'হয়তো তোমার বাবা মা, বোন, ভাইয়েরা এই ছবিটা দেখতেছে। তুমি নির্লজ্জ। তোমার পরিচ্ছদ পরিবর্তন করো। '
তবে আশ্চর্যের বিষয় হচ্ছে আনুশকা শর্মার এসব ছবিতে প্রচুর বাংলা মন্তব্য দেখা গেছে। তাতে আনুশকা শর্মা কোন প্রতিক্রিয়া দেখায়নি।